পুরসভার ইঞ্জিনিয়ারের কাছে কোটি টাকার সোনা, ফ্ল্যাট, লকার— তদন্তে চোখ কপালে পুলিশের
কলকাতা পুরসভায় ফের দুর্নীতির গন্ধ! রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হয়েছেন পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার। অভিযোগ, সরকারি চাকরি করেও আয় বহির্ভূত বিপুল সম্পত্তির মালিক তিনি। তদন্তে উঠে এসেছে এমন সব চমকপ্রদ তথ্য, যা শুনে হতবাক তদন্তকারীরাও।পুলিশ সূত্রে খবর, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কালে পার্থ চোঙদার বেতন পেয়েছেন মোটে ৫৬ লক্ষ টাকা, অথচ তাঁর নামে ও বেনামে পাওয়া গিয়েছে ৬ কোটিরও বেশি সম্পত্তি! এই বিপুল পার্থক্যই তাঁকে এনে দিয়েছে দুর্নীতি দমন শাখার জালে।তদন্তে জানা গিয়েছে, পার্থর একাধিক ফিক্সড ডিপোজিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও রিয়েল এস্টেট বিনিয়োগ রয়েছে। নিউটাউনের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২৮ লক্ষ টাকার এফডি। এছাড়াও বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কে ১০ লক্ষ, ২০ লক্ষ ও ২৫ লক্ষ টাকার একাধিক ফিক্সড ডিপোজিট। এমনকি শ্বশুরবাড়ির নথি ব্যবহার করেও খুলেছেন ৫-৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে রাখা রয়েছে কোটি টাকার লেনদেন।কলকাতা ও আশপাশের এলাকায় রয়েছে ৬টি ফ্ল্যাট, বোলপুরে ৩৬ লক্ষ টাকার বাংলো, স্ত্রীর নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি, আর ব্যাঙ্ক লকারে ৭৩৪.৮৫ গ্রাম সোনা। শুধু তাই নয়, জীবনবিমা, বিদেশযাত্রা এবং বিলাসবহুল জীবনযাপন সবই মিলে তাঁর আয়-সম্পত্তির হিসাবে ফাঁকফোকর চোখে পড়ার মতো।দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, এই বিপুল সম্পত্তির উৎস নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল। সেই সূত্রে ২০২৩ সালে পার্থর বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। প্রায় দুই বছর ধরে চলা তদন্তের পর অবশেষে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন একটাই এই বিপুল টাকা এল কোথা থেকে? কোনও বেআইনি কার্যকলাপ, কমিশন বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কি তিনি? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আগেই জানিয়েছিলেন, পুরসভার কোনও কর্মী দুর্নীতিতে যুক্ত হলে রেয়াত করা হবে না। তাই পার্থ চোঙদারের বিরুদ্ধে এবার স্পষ্ট জিরো টলারেন্স নীতি-তেই এগোচ্ছে প্রশাসন। শনিবার আদালতে তোলা হয়েছে ধৃত ইঞ্জিনিয়ারকে।পুরসভা মহলে এখন গুঞ্জন এক পার্থ ধরা পড়েছে, কিন্তু আরও কতজন এখনো রয়ে গিয়েছেন অন্ধকারে? তদন্তের জালে আরও বড় নাম জড়াতে পারে বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল।

